ডেস্ক প্রতিবেদন, হেলথবার্তা২৪: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসা সহায়তা দিতে এবার ঢাকায় আসছে পাঁচ সদস্যদের চীনা চিকিৎসক ও নার্স দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় চীন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচজন বার্ন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে।
“এই জরুরি চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছানোর পর প্রয়োজনীয় সকল সহায়তা এবং মূল্যায়ন প্রদানের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।” সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। দগ্ধ ও আহত ৫৭ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের আটজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে এখনো ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছে। এ ঘটনায় চিকিৎসা সহায়তা দিতে বুধবার বিকালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল ঢাকায় এসে পৌঁছানোর পর দিন চীনা দলের আসার খবর এল। পৃথক বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন চীনের কুনমিংয়ের একটি হাসপাতালের বিশেষজ্ঞরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের অনুরোধে, জরুরি ভিত্তিতে একটি চিকিৎসক দলের পরামর্শ সহযোগিতার ব্যবস্থা করেছে চীনের ইউনান প্রদেশ। “বৃহস্পতিবার সকালে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যৌথ চিকিৎসা পরামর্শ সভায় অংশ নেন।” চীনা দূতাবাস বলছে, ভিডিও কনফারেন্সে গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা পর্যালোচনা করা হয়। এতে চীনা চিকিৎসকদের মধ্যে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু নেফ্রোলজি এবং শিশু শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞরা অংশ নেন।